ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

অনলাইন থেকে:

inside post

করোনাভাইরাসে এবার জহিরুল ইসলাম (৪৩) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক নার্সের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জহিরুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার নাগেরচর গ্রামে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জহিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঞ্ছপরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৭ জুন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন জহিরুল। নমুনা দেয়ার পর তিনি বাঞ্ছারামপুরে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২০ জুন রাতে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ২৭ জুন তার করেনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

আরো পড়ুন