প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২০, ৭:৪৪ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। মহাষষ্ঠীতে চন্ডী পাঠ ও পূজার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। এবার জেলায় ৫৬৬ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুজোর প্রথম দিনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ধূপ-ধ্বনি, প্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট বসে। জেলায় এবার ৫৬৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে এই উৎসব পালন করতে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যান্য বছর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে এই উৎসব পালন করা হলেও এবছর করোনার কারণে কেবল পূজা সংশ্লিষ্ট ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com