প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২১, ৬:২১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের দুই দালালকে কারাদণ্ড
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
সারাক্ষণ ওরা ঘুর ঘুর করে হাসপাতাল অঙ্গনে। তাদের পকেটে থাকে বিভিন্ন বেসরকারি ক্লিনিক-হাসপাতাল-চিকিৎসকের ভিজিটিং কার্ড। চিকিৎসাসেবা নিতে সরকারি হাসপাতালে আসা সাধারণ মানুষদের নানান ছলাকলায় বিভ্রান্ত করে পাঠিয়ে দেয় প্রাইভেট ক্লিনিক-হাসপাতালে। এর বদৌলতে দু'দিক থেকেই কামায় কমিশন কিংবা দালালী। কখনওবা রোগী-স্বজনদের সর্বস্বান্ত করেও ছাড়ে। এসব দালালদের ওৎপাতে সকলেই অতিষ্ঠ। ব্রাহ্মণবাড়িয়ায় এমনি দুই দালালকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী আড়াইশ' শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুই দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত হেবজু মিয়ার ছেলে রাসেল বকসী (২৭) ও হালদারপাড়ার মস্তু মিয়ার ছেলে মামুন মিয়া (৪৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'সদর হাসপাতালে আসা সাধারণ রোগীদের হয়রানি ও দালালী করার অপরাধে দুইজনকে আটক করা হয়। তাদের কাছে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের অসংখ্য ভিজিটিং কার্ড পাওয়া গেছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের উভয়কে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com