প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ৭:২২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুমে মাছ রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০ সেট চায়না রিং জাল হব্দ করাসহ অবৈধভাবে স্থাপিত পাটিবাঁধ অপসারণ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়।রোববার (১৮ জুলাই) সকালে জেলা সদরের তিতাস নদীতে এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামছু উদ্দিন জানান, তিতাস নদীর জেলা সদরের এলাকায় পরিচালিত অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা মেড্ডা এলাকায় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এছাড়াও অভিযানে মুক্ত জলাশয়ে অবৈধভাবে স্থাপিত 'পাটিবাঁধ' অপসারণ করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com