প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ
ভবিষ্যতে প্রতিবন্ধীও সংসদে যাবেন:মেকাতাদির চৌধুরী
মোকতাদিরকে প্রতিবন্ধীদের সমর্থন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
হাজারো প্রতিবন্ধী স্বত:স্ফূর্ত সমর্থনে সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ র.আ.ম. উবায়দুল মেকাতাদির চৌধুরী। রোববার (২৪ ডিসেম্বর) শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী ঐক্য ফোরাম আয়োজিত জনসভায় প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের গৃহিত নানা পদক্ষেপের প্রশংসা করে নির্বাচনী এলাকার প্রতিবন্ধী পরিবারের সকলে নৌকায় ভোট দেয়ার আশ্বাস দেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী ঐক্য ফোরামের সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমিও একজন প্রতিবন্ধী। আমি যুদ্ধাহত মানুষ। অন্য সবাই পায়ে আঘাত পেলে যেভাবে হাঁটে সেভাবেই আমি হেঁটে চলি। আমি যখন ডাকসু নির্বাচন করেছিলাম, তখন জাসদ ছাত্রলীগ একটি নোংরা শ্লোগান তুলেছিল 'শুনলে মোদের হাসি পায়, ল্যাংড়া আবার ভোট চায়'। তখনই মনে হয়েছিলো এই সংগঠনটির কোন ভবিষ্যৎ নেই। এখন তাদেরকে মোমবাতি দিয়েও খুঁজতে হয়। সংসদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী রয়েছেন জানিয়ে বলেন- ভবিষ্যতে কোনো প্রতিবন্ধীও সংসদে যাবেন বলে মনে করি। মোকতাদির চৌধুরী নির্বাচনী প্রশাসনকে প্রতিবন্ধী নাগরিকরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার অনুরোধ জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী ঐক্য ফোরামের সংগঠক ও ড্রিম ফর ডিজএবিলিটি ফাউণ্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না বলেন, প্রতিবন্ধীরা এক সময় সমাজের অবহেলিত ছিলো। বর্তমান সরকার প্রতিবন্ধীদের মানুষ হিসেবে নতুন করে পরিচয় করে দিয়েছে। এই সরকার প্রতিবন্ধীদের কল্যাণে ও উন্নয়নে অনেক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। এরই কৃতজ্ঞতা স্বরূপ সরকারের পক্ষে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে সমর্থন জনিয়েছে হাজারো প্রতিবন্ধীরা। আমরা আশা করি এই সরকার প্রতিবন্ধীদের কল্যাণে আরো যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। বিজয়নগর উপজেলার জহিরুল ইসলাম নামে এক শারিরীক প্রতিবন্ধী তার বক্ততায় বলেন, এই নির্বাচনী এলাকায় তাদের হিসেব মতে প্রতিবন্ধীদের ৪০/৪৫ হাজার ভোট রয়েছে। তাদের সবাই নৌকায় দেবে বলে তার বিশ্বাস। এছাড়া খেলু হিজড়া তার বক্তৃতায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার আমাদেরকে ভোটের অধিকার দিয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এডভোকেট মাহবুব আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, প্রতিবন্ধীদের সুহৃদ অ্যাভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ও ডাক্তার সাইফুদ্দিন শুভ্র। সভায় প্রতিবন্ধীদের ৪০০ পরিবারের হাজারো প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। সকাল নয়টা থেকেই কেউ হুইল চেয়ারে করে কেউবা সাদা ছড়ি হাতে সমাবেশে আসেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com