প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
‘ ভাল মানুষ হওয়ার সংকল্প থাকতে হবে’
প্রতিনিধি।।
স্বপ্ন পূরণে জন্য পরিকল্পনা তৈরি করে পড়তে হবে। নিয়মিত চর্চায় কঠিন পড়ালেখা সহজ হয়। জানার আগ্রহ নিয়ে নিয়মিত ক্লাসে আসতে হবে।
তবেই ভাল ফলাফল আশা করা যাবে। ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হওয়ার সংকল্প থাকতে হবে। স্মার্ট বাংলাদেশের, স্মার্ট নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই। তোমরাই হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক।
এসব কথা বলেন- বীমা কর্পোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উপ সচিব) শাহ আলম। কুমিল্লা আইডিয়াল কলেজের মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন বৃহস্পতিবার সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইমতিয়াজ মজুমদার, আদনান ছাত্তার মজুমদারসহ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com