কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। সূর্য উদয় লগ্নে কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অধ্যক্ষের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের সভাপতি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ, মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরী। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবু জাহেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও রোভার স্কাউট, বিএনসিসিসহ অন্যান্য সংগঠনের সদস্যরা। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com