 
    
     প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
 ভিক্টোরিয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক 
  
    
    
    
করোনাভাইরাস প্রতিরোধ 
প্রতিনিধি ||
বাংলাদেশ করোনাভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধির নতুন নির্দেশনা ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
রোববার সকলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা দেয় হয়।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন,  এ ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসের সবার স্বাস্থ্য সুরক্ষায় সচেতন ভূমিকা রাখছে। আমার সবাই যদি সচেতন থাকি আমি আশা করি আমার এই মহামারি সঠিক ভাবে মোকাবেলা করতে পারব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবাইকে ক্যাম্পাসে ঢোকার সময় সঠিকভাবে নাক ও মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে। নির্দিষ্ট সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে।হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাঁচি-কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জ্বর, সর্দি কাসি বা করোনার উপসর্গ দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে কলেজে না এসে বাসায় থাকতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কলেজ চত্বরে অপ্রয়োজনীয় ভিড় ও জটলা পরিহার করার কথাও উল্লেখ করা হয়েছে।
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com