ভিক্টোরিয়ার প্রধান সহকারীর ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলা

প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রধান সহকারী মাজহারুল ইসলামের ওপর হামলা করেছে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (২০ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ নভেম্বর কর্মবিরতির ঘোষণা দিয়েছে কলেজের কর্মচারী সমিতি।
কলেজ সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কলেজের প্রাণিবিদ্যা সমিতির একটি অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। প্রোগ্রামের ভেন্যু নির্ধারণ করতে প্রাণিবিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষক ও কলেজের প্রধান সহকারী অডিটোরিয়ামের দিকে যান। এ সময় কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা জোবায়ের ও আবদুর রহমান বাবুর নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা দুইজনকে বেধড়ক মারধর করার দৃশ্য দেখতে পান তারা। ভিক্টোরিয়া কলেজের প্রধান সহকারী কলেজ প্রাঙ্গণে মারপিট না করার অনুরোধ জানান। এসময় ছাত্রলীগের বাবু প্রধান সহকারী মাজহারুল ইসলামের ওপর চড়াও হন। তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। এছাড়া ওই দুই ছাত্রকেও প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে ছাত্রলীগ।
ভিক্টোরিয়া কলেজের প্রধান সহকারী মাজহারুল ইসলাম জানান, কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপর হামলা করে। কলেজ প্রাঙ্গণে খুনোখুনি হলে আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে, ওই চিন্তা থেকেই তাদেরকে মারপিট করতে বারণ করি।
কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, ঘটনাটি শোনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। আমরা বিষয়টি দেখছি।
বিকেলে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি।