সাইফুল ইসলাম সুমন।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর। আলো-অন্ধকার মিলিয়ে ঠিক সেই সময়ে অর্থনীতি ভবনের সামনে, পরীক্ষা ভবনের উত্তর ও পূর্ব পাশে, বিজ্ঞান ভবন-২ এর সামনে এবং মোতাহের হোসেন লাইব্রেরির সামনেই বসে মাদকসেবীদের আড্ডা।
স্থানীয় সূত্র জানায়, বহিরাগত যুবকেরা মোটরসাইকেল নিয়ে কলেজ চত্বরে প্রবেশ করেন। কেউ আবার গেটের বাইরে বাইক রেখে ভেতরে ঢুকে পড়েন। এরপর শুরু হয় মাদক সেবনের মহড়া। ধোঁয়ায় ভরে ওঠে চারপাশ, হারিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের গাম্ভীর্য।
কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ দৃশ্য দেখে ক্ষুব্ধ হলেও প্রতিবাদ করতে পারেন না। কারণ, কেউ মুখ খুললেই বহিরাগত যুবকেরা তেড়ে আসেন। এতে শিক্ষার্থীরা আতঙ্কে নীরব থাকতে বাধ্য হচ্ছেন।
কলেজ শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, প্রতিদিন সন্ধ্যার পর বহিরাগত কিছু যুবক ক্যাম্পাসে এসে মাদক সেবন করে। তাদেরকে কেউ কিছু বললেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে।
আরেকজন শিক্ষার্থী নাঈম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যাম্পাস শিক্ষার জায়গা, এখানে মাদকের আসর বসবে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই কলেজের শিক্ষা বান্ধব পরিবেশ যেন বজায় থাকে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঁঞা বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের মাদকাসক্ত কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করব এবং নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com