আমোদ রিপোর্টার।।
ভিক্টোরিয়া ই-কর্মাস টিমের সদস্যরা উদ্যোক্তার খামার পরিদর্শন করেছেন। শনিবার বিকেলে ই-কর্মাস ফোরামের এডমিন ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক কাজী আপন তিবরানীর পরিদর্শন টিমের নেতৃত্ব দেন। এ সময় পরিদর্শন টিমের সদস্যরা উদ্যোক্তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ভিক্টোরিয়া ই-কর্মাস টিম চান্দিনার বরকইট ইউনিয়নের খিরাসার মোহনপুর গ্রামের তাজুল ইসলাম মুজাহিদের রূপসী বাংলা খামার পরিদর্শন করেন। এ সময় খামারের মালিক তাজুল জানান, তিনি ও তার স্ত্রী দু’জনেই স্নাতকোত্তর পাশ করেছেন। ভাল চাকরিও করতেন। তবে সন্তানের সুস্থভাবে বেড়ে উঠা ও নিজেদের অবস্থার পরিবর্তন করতেই উদ্যোক্তা হন। কোন কাজকেই খাটো করে দেখা যাবে না। ধৈর্য্য ধরে কাজ চালিয়ে গেলে যে কেউ সফল হতে পারবেন বলে জানান খামারী তাজুল।
খামার পরিদর্শনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহিবুল হক ছোটনের সঞ্চালনায় নবীণ উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, ই-কর্মাস ফোরামের এডমিন প্রভাষক কাজী আপন তিবরানী, ব্যবসায়ী সামছুজ্জামান ভূইয়া মামুন, কৃষি উদ্যোক্তা মোজাম্মেল হোসেন, সাংবাদিক ইমরান মাহফুজ। আলোচনায় অংশগ্রহণ করেন কৃষিখামারী মোফাজ্জল হক সজীবসহ। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা টির্চাস ট্রেনিং কলেজের প্রভাষক কাজী বেলায়েত উল্লাহ জুয়েল, শাদীকাব্যর স্বত্বাধিকারী মাহফুজুল হক মাসুম, আইন কলেজের শিক্ষার্থী কালিপদ দেবনাথসহ অর্ধশত নবীন উদ্যোক্তা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com