প্রতিনিধি।।
শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি অবগত করার লক্ষ্যে ভূমি মেলা কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো এবারের ভূমি মেলার আনুষ্ঠানিক কার্যক্রম। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
২৭ মে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সভাপতি সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ নুরুজ্জামান, উপজেলা সাব-রেজিস্ট্রার মামুন, সহকারী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা লাবলু মিয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী।
কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণী সভায় স্বাগত বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমের বর্ণণা ও সফলতা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাধ্যমে পরবর্তী জেনারেশন, সমাজের যারা জমির মালিক, তোমাদের বাবা-মা সহ সবাই ভূমি বিষয়ক তথ্যগুলো অবগত হবে। ভূমি ব্যবস্থাপনার জটিলতা তোমাদের মাধ্যমে সমান হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com