আবু সুফিয়ান রাসেল।।
'যারা এখনও ভোট দেননি, স্কুলে গিয়ে ভোট দিয়ে আসুন। এখন লাইন নাই, আগে গেলে, আগে ভোট দিতে পারবেন। বেলা ১ টা ৮ মিনিটে মুরাদনগরের রাজনগর জামে মসজিদ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণাটি পরপর দুইবার বলা হয়।
ঘোষণার পর পাশ্ববর্তী তেমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়। ভোটারদের তেমন উপস্থিতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ বসে, কেউ দাঁড়িয়ে আছেন।
চারটি ইভিএম বুথের মধ্যে শুধু তিন নং বুথে নারীদের দেখা গেছে। এ বুথে ২৮৯ জন ভোটারের মধ্যে ১৩৩ জন ভোট প্রদান করেছেন।
তেমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, সকালে অনেক ভোটার ছিলো। ১২ টার পর আর তেমন ভোটার নেই। এ কেন্দ্রে ১১০৩ জন ভোটার আছেন। বেলা ২টা পর্যন্ত অর্ধেক ভোট সংগ্রহ হয়েছে। মাইকের ঘোষণাটি আমাদের নয়, হয়তো এলাকাবাসীর কেউ দিয়েছে। এটা কেন্দ্রের বাহিরের বিষয়।।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com