প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২০, ৬:৪২ পূর্বাহ্ণ
মনের পশু — ফয়জুস সালেহীন
কি এক উদ্ভট জীব
মনের খোয়াড়ে করিস পালন!
হায় রাখাল বালক!নীতির লাগাম টেনেও পারিসনি রুখতে, তার বখে যাওয়া।পারিসনি মানাতে পোষ।
বরং অঙুলী হেলনে নিয়তই করেছিস উঠবস।
বিবেক দেখলেই তেড়ে আসে উদ্ভট সেই জন্তু
তীক্ষ্ণ শিংয়ের গুঁতোয় করতে চায় পর্যুদস্ত।
লকলকে জিভ থেকে নিঃসৃত হয় লোভ আর কামনার লালা,
হিংসার অনল হয় নিক্ষিপ্ত মুখগহ্বর থেকে,
দৃঢ় পায়ে ধাবিত হয় পথ ছেড়ে বিপথে,
খুরের আঘাতে করে পদদলিত যাবতীয় মানবীয় গুণ।
আয় সবে মেতে উঠি মনের সেই পশু বধের উৎসবে।
অতঃপর কোরবানির পশু।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com