মনোহরগঞ্জে বিএনপির অবৈধ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

প্রতিনিধি।।

মনোহরগঞ্জে বিএনপির অবৈধ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির পূর্বের আহবায়ক কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে মনোহরগঞ্জ বাজারে এ প্রতিবাদ মিছিলটি করেছে পদবঞ্চিতরা।
মিছিল চলাকালে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের অনুসারীরা মিছিলে হামলার চেষ্টা চালায় বলে জানা গেছে।
এ বিষয়ে সাবেক এমপি কর্নেল আজিমের অনুসারী, মিছিলে নেতৃত্বদানকারী মঞ্জুরুল আলম বলেন, যারা দলের দুঃসময়ে পাশে ছিল না; তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আমরা মনোহরগঞ্জ বাজারে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় কালামের অনুসারী মাসুদুল আলম বাচ্চুর নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়। পরে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য মাসুদুল আলম বাচ্চুর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।
এ ঘটনায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব সারোয়ার জাহান দোলন বলেন, আহবায়ক কমিটিতে সকলকে স্থান দেওয়া সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ কমিটিতে দলের ত্যাগী নেতৃবৃন্দকে স্থান দেয়া হবে। কিছু লোক বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দু’পক্ষের মধ্যে অন্তঃদ্বন্দ্ব বিরাজ করছে।