মনোহরগঞ্জে বিএনপির সম্মেলনে সংঘর্ষে আহত ১০


 প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নে ৬টি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) ইউনিয়নের কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওইদিন ৪,৫ ও ৬নং ওয়ার্ড সম্মেলন কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড সম্মেলন মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের মধ্যে মামুনুর রশিদ (৪৮), মোঃ সেলিম (৩৭), ফজলে রাব্বি (১৮) ও হুমায়ুন কবির বাবলুকে(৪০) মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দু’পক্ষের সংঘর্ষে ৪,৫,৭,৮ ও ৯নং ওয়ার্ডে সম্মেলন স্থগিত করা হয় এবং ৬নং ওয়ার্ডে সভাপতি পদে আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।
এ ঘটনায় আহত বিএনপি নেতারা বলেন, উৎসমুখর পরিবেশে সম্মেলন চলাকালে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল খায়েরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা ওই আবুল খায়েরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গে দায়ে বহিস্কার দাবি করছি।
উপজেলা বিএনপি নেতা ও সম্মেলনের সমন্বয় টিমের সদস্য ইউসুফ ভূঁইয়া বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের সর্বত্র গণতন্ত্র ও ভোটের সংস্কৃতি পুনঃরুদ্ধারে দলীয় সম্মেলনের নির্দেশনা অনুযায়ী লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এ হামলা ভিত্তিহীন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আগামীদিনে এ ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শওকত হোসেন শিহাব, যুগ্ন আহবায়ক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপির নেতৃবৃন্দ।
inside post
আরো পড়ুন