‘মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

দেবিদ্বারে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) বিকালে এলাহাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ শহীদুল ভূইয়া সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শহীদ বলেন, জুলাই-আগষ্টের গণহত্যায় হাসিনার বিচার এই বাংলাদেশে হতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। ওই গুলিতে দেবিদ্বারের ১২জনকে শহীদ করা হয়েছে। তার এমন কোন মন্ত্রী-এমপি নেই যারা এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নাই। সালমান এফ রহমান ও এস আলম এই দেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে প্রায় ৫০০ অধিক ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। এসব কার টাকায় হয়েছে আমার আপনার টাকা। আজকে ব্যাংকগুলোতে যান তারা নগদ টাকা দিতে পারছে না।
আওয়ামী লীগের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। আমরা বর্তমার সরকারের কাছে দাবি করছি যারা বিদেশে টাকা পাচার করেছে সে টাকা দেশে ফিরিয়ে আনা হোক। বক্তব্যে তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছর আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমাদেরকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল, তারা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। সর্বশেষ তারা আমাদের নিষিদ্ধ করার মাধ্যমে তারা চেয়েছিল আমাদের নিশ্চিহ্ন করে দিবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ তায়ালা তাদেরকেই নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলাম এই দেশে সরকার গঠন করবে।