অফিস রিপোর্টার।।
দেড় বছর পর কলেজ খুলেছে। রবিবার ক্লাস হয়েছে একাদশ ও দ¦াদশ শ্রেণীর। শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করেছেন শিক্ষকরা। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে খুশি শিক্ষার্থীরা, তেমনি আনন্দিত শিক্ষকরা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জুড়ে যেন ঈদের আমেজ। এই আনন্দের মাঝেও মন খারাপ ছিলো শিক্ষার্থীদের। গত দেড় বছরে তারা হারিয়েছেন কলেজের হেড ক্লার্ক শামছুজ্জামান,কর্মচারী জহিরুল হক খান,রতন ও বাস চালক খোকনকে। আজ কলেজে এসে প্রিয় মুখ গুলোকে দেখেননি তারা। একে অন্যের সাথে তাদের নিয়ে স্মৃতিচারণ করেছেন।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, করোনকালে আমরা কয়েকজন সহকর্মীকে হারিয়েছি। তাদের জন্য অনেকের মন খারাপ। এদিকে আজ বিএনসিসি ও স্কাউট সদস্যরা শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার করে কলেজ প্রবেশ করিয়েছে। যাদের মাস্ক ছিলো না তাদের সরবরাহ করেছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন,দেড় বছর পর শিক্ষার্র্থীদের ক্যাম্পাসে পেয়ে ভালো লেগেছে। যেন ঘরেরর ছেলে ঘরে ফিরেছে। ক্যাম্পাস প্রাণ ফিরে পেয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com