প্রতিনিধি।।
যান চলাচলে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গাড়ির তেমন চাপ নেই। অন্যান্য সময়ে গাড়ির চাপ থাকলেও শনিবার মহাসড়কের কুমিল্লা অংশের অধিকাংশই ছিল ফাঁকা। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী নেই। স্বাভাবিক দিনের তুলনায় এদিন বাস চলাচল কয়েকগুণ কমেছে। এছাড়া মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যানের আধিক্য চোখে পড়েনি।
ঢাকা থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে আসা যাত্রী মজিবুর রহমান মুকুল বলেন, জরুরি দরকারে কুমিল্লায় আসতে হয়েছে। ঢাকার সমাবেশ নিয়ে ভয় কাজ করেছিল। বাসে যাত্রী হতে সময় লেগেছিল। কিন্তু মহাসড়ক একদম ফাঁকা থাকায় আসতে মাত্র সোয়া এক ঘণ্টা সময় লেগেছে।
এশিয়া ট্রান্সপোর্টের চালক আবদুর রহমান বলেন, কুমিল্লামুখী যাত্রী একদম কম ছিল। বাসের অর্ধেক সিট ফাঁকা রেখে কুমিল্লায় আসতে হয়েছে।
দি মোটরস অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, বাস স্ট্যান্ডগুলোতে একরকম স্থবিরতা কাজ করছে। যান চলাচলে বিধিনিষেধ না থাকলেও যাত্রী নেই বললেই চলে। অন্যান্য গাড়িও তেমন চলাচল করছে না।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, হাইওয়ে রিজিয়ন কুমিল্লা অঞ্চলের সকল অংশেই গাড়ির চাপ নেই। স্বাভাবিক দিনের তুলনায় আজ গাড়ির সংখ্যা কয়েকগুণ কমেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com