মহাসড়কের ট্রাক হোটেল যেন মাদকের হাট

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে।
এদিকে ট্রাক হোটেলের অধিকাংশ মাদকের হাট হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলো উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লার ছেলে মোঃ আব্দুল কুদ্দুস প্রকাশ তেল কুদ্দুস, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূইয়ার ছেলে মোঃ মীর হোসেন ভূইয়া, চট্টগ্রাম জেলার মীরসরাই থানার পশ্চিম মীরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মোঃ ইয়াছিন।
রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার (ওসি) তদন্ত মোঃ গুলজার আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে যৌথবাহিনীর একটি দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত আলামিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০গ্রাম গাঁ/জা, ৪৬০ পিছ ইয়া/বা ট্যাবলেট, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল ও নগদ ৮৮৫৪০ টাকাসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।