প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে মহাসড়কের পাশে হাত-পা ও চোখ-মুখ বাঁধা নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর ব্রিজের নিচের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, উদ্ধার করা অজ্ঞাত নারীর মরদেহ থানায় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রিজের ওপর থেকে বিলে ফেলে দিয়ে চলে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এরপর ময়নাতন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com