প্রতিনিধি।।
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে শক্ত অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। এছাড়া ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। আসন্ন ঈদ উপলক্ষে আয়োজিত সমন্বয় ও মাসিক অপরাধ সভায় কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এই কথা বলেন। রবিবার কুমিল্লা রিজিয়ন কার্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি, কুমিল্লা রিজিয়নের ২২ থানার ওসি ও মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
পুলিশ সুপার আরো বলেন, এই সময়ে মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন যানবাহন না থামানোর নির্দেশনা দেয়া হয়েছে। ৮২১ কিমি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোথাও কোন সংগঠন বা কোন চক্র কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। প্রয়োজনে হাইওয়ে পেট্রোল সেই গাড়িকে তার নির্দিষ্ট হাটে পৌছাতে সহায়তা দিবে। চাঁদাবাজির কোন অভিযোগ পাওয়া মাত্র নেয়া হবে কঠোর ব্যবস্থা। ইতোমধ্যেই বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনগুলোর সাথে সমন্বয় মিটিং সম্পন্ন করা হয়েছে। কুমিল্লা রিজিয়নের ২২টি থানা ২ পালায় ৬৬ টি পেট্রোল টিমের পাশাপাশি কোন ইমার্জেন্সি সামাল দিতে থাকবে ৩০টি কুইক রেসপন্স টিম। যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করতে ৫টি সরকারি ও ১২ টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও অ্যাম্বুলেন্স থাকবে দুর্ঘটনায় আহতের সেবার জন্য।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com