ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
অফিস রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের কুমিল্লা অংশে গাড়ি চলে হেলেদুলে। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও উঠে গেছে পিচ-খোয়া। এতে যানবাহনের যাত্রী, চালক, দুইপাশের ব্যবসায়ী ও স্থানীয় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
স্থানীয় সূত্রমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পড়েছে চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত ১০৫ কিলোমিটার। এই মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াপাড়াসহ কয়েকটি স্থানে ধেবে গেছে। আদর্শ সদরের নিশ্চিন্তপুর থেকে ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত দুই লেনে উঠে গেছে পিচ খোয়া। এতে যানবাহন ধীরগতিতে হেলেদুলে চলে। সৃষ্টি হয় যানজট। ধুলাবালি উড়ে জনজীবনে ভোগান্তির সৃষ্টি করে। এছাড়া চান্দিনা সদরের বাস স্ট্যান্ড এলাকায় দুই লেনে ভাঙ্গা রয়েছে।
একটি বাসের চালক আবুল হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত। গাড়ি ধীরগতিতে চালাতে গিয়ে যানজট লেগে যায়। গর্তগুলোর কারণে গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। মহাসড়ক দ্রুত সংস্কার করতে হবে।
বুড়িচং এলাকার যাত্রী মারুফ আহমেদ কল্প বলেন, মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে ভাঙ্গা। ওই অংশে গাড়িতে যাতায়াত করা অনেক কঠিন। মহাসড়ক নয় যেন গ্রামীণ কাঁচা রাস্তা!
কুমিল্লা মোটর এসোসিয়েশনের(বাস মালিক সমিতি) সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন,কুমিল্লার বিভিন্ন মহাসড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সড়ক গুলো তাড়াতাড়ি সংস্কার করা প্রয়োজন।
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, বন্যা ও বৃষ্টিতে কুমিল্লায় বিভিন্ন সড়কে কিছু ক্ষতি হয়েছে। কিছু দিনের মধ্যে মধ্যে আমরা সংস্কারে যাবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com