ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
তৈয়বুর রহমান সোহেল।।
টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখলে নিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সোমবার (৮ জুলাই) বিকেল পৌনে ৪টায় মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকা দখলে নিয়ে বিক্ষোভ শুরু করে। আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধে অংশ নেয় শিক্ষার্থীরা।
এসময় নানা স্লোগান দিতে থাকে তারা। একজন শিক্ষার্থীকে গলায় দড়ি ঝুলিয়ে প্রতীকী ফাঁস দিতে দেখা যায়। কোনো কোনো শিক্ষার্থীকে মহাসড়কে ক্রিকেট ও ফুটবলও খেলতে দেখা যায়। আন্দোলনের পরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়। মহাসড়ক হয়ে শহরের বিকল্প পথগুলোতে যান চলাচল শুরু করে।
আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ সিফাত জানান, আমরা এখন একদফা দাবি নিয়ে আন্দোলন করছি। দাবি না মানলে আমরা মহাসড়ক ছাড়ব না।
ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই আমরা প্রশ্নফাঁসের খবর পেলাম। পিএসসি’র মতো একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। আমরা যাব কোথায়?
প্রসঙ্গত, গত ৪জুলাইও কোটা প্রথা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com