অফিস রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার কালাকচুয়ায় বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের প্রারম্ভিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহাসড়কের কুমিল্লা অংশে থেমে থেমে ৫ঘন্টা যানজট ছিলো। সকাল ১০টা থেকে শুরু হওয়ায় যানজট ৩টা পর্যন্ত অব্যাহত ছিলো। পদুয়ার বাজার থেকে যানজট নিমসার বাজার পেরিয়ে যায়। এসময় মহাসড়কে রোডমার্চের গাড়ি,যাত্রী ও পণ্যের পরিবহন আটকা পড়ে। কম দূরত্বের যাত্রীদের হেঁটে পথ পাড়ি দিতে দেখা যায়।
মাঠে দুই পক্ষের হাতাহাতি
কুমিল্লার কালাকচুয়ায় বৃহস্পতিবার বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের প্রারম্ভিক সমাবেশের মাঠে দুই পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। কুমিল্লা-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলার সদস্য সচিব জসিম উদ্দিন ও বুড়িচং উপজেলার বিএনপির সভাপতি মিজানুর রহমানের সমর্থকদের মাঝে এ হাতাহাতি হয়। এদিকে বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীদের নামে স্লোগান দিতে থাকে তাদের সমর্থকরা। এক পর্যায়ে মির্জা ফখরুল তাদের থামিয়ে দিয়ে বলেন- লাফিয়ে লাফিয়ে ভাইদের নামে স্লোগান দিলে হবে না, রাজপথ দখলে রাখতে হবে। রাজপথ দখল করে এই সরকারকে হটাতে হবে।
বৃষ্টির বাগড়া
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার কালাকচুয়ায় বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের প্রারম্ভিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বৃহস্পতিবার ভোর থেকে নামে অঝোর ধারায় বৃষ্টি। রোর্ড মার্চে বিএনপি নেতাকর্মীদের ভিজে ভিজে যেতে হয়। সমাবেশের মাঠে কেউ ছাতা মাথায়, কাউকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। মাঠের বিভিন্ন স্থানে পানি জমে যায়। বৃষ্টির উসিলায় ভাড়া দ্বিগুণ হয়ে যায়। এতে নগরী থেকে বিচ্ছিন্নভাবে সমাবেশের উদ্দেশে যাত্রা করা নেতা-কর্মী ও সংবাদকর্মীদের পড়তে হয় বেকায়দায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com