প্রতিনিধি ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকাসক্ত ছেলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সকল সম্পর্ক (ত্যাজ্য) ছিন্ন করেছেন পিতা মোঃ মফিজুল ইসলাম। মোঃ মফিজুল ইসলাম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নগরপাড় এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মফিজুল ইসলাম।
জানা যায়, মোঃ মফিজুল ইসলাম নোটারী পাবলিক, কুমিল্লা কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে তাঁর পুত্র মোঃ নাঈম সরকারের (১৯) সঙ্গে সকল পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন।
ঘোষণাপত্র সূত্রে জানা যায়, নাঈম সরকার একাদশ শ্রেণির ছাত্র হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। মদ, গাঁজা, ইয়াবাসহ নানা নেশাদ্রব্যে জড়িয়ে সে প্রতিনিয়ত পরিবারে অশান্তি সৃষ্টি করে। গভীর রাতে বাড়ি ফেরা, মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করাসহ অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। এমন কিছু কার্যকলাপেও সে লিপ্ত রয়েছে যা পরিবার ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই পরিবারের মান-মর্যাদা বিবেচনা করে নাঈম সরকারের সাথে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, দালিলিক, যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পত্তি থেকে অধিকার ছিন্ন করেছে পিতা মোঃ মফিজুল ইসলাম।
মোঃ মফিজুল ইসলাম বলেন, “আমার সন্তানের এমন বিপথগামী আচরণে আমি গভীরভাবে মর্মাহত। বহু চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হয়েছি। পরিবার ও সমাজের সম্মান রক্ষার্থে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি।”
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com