‘মাদক পরিহার করে যুব সমাজকে পাঠাগারমুখী হতে হবে’
গলিয়ারা দক্ষিণ ইউনিয়নস্থ মোহাম্মদপুর (উলুরচর) গ্রামে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের সহযোগিতা ও ছাত্রনেতা আরিফুর রহমানের উদ্যোগে ‘স্বপ্নচূড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার পাঠাগার’ উদ্বোধন করা হয়।
এতে পাঠাগার আন্দোলন বাংলাদেশের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা তথ্য কর্মকর্তা, সাবেক মেম্বার আব্দুল হালিম, সাবেক মেম্বার আঞ্জুমান আরা বেগম, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মজুমদার, উলুরচর যুব উন্নয়ন পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকিব মজুমদার, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও উলুরচর যুব উন্নয়ন পাঠাগার এর উদ্যোক্তা জিসান মজুমদার, গলিয়ারা উত্তর ইউনিয়ন ছাত্র লীগের সহসভাপতি সোহেলসহ এলাকার বিশিষ্টজনরা।
আলোচনা সভার শুরুতে ফিতা কেটে পাঠাগার উদ্বোধন করা হয়।
উল্লেখ্য- পাঠাগারটি উপজেলা প্রশাসন ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের উদ্যোগ নেওয়া “মুজিব শতবর্ষে শত পাঠাগার “এর একটি।