প্রতিনিধি।।
মাদক সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে চারজন বিশ্ববিদ্যালয় থেকে এবং একজনকে হল থেকে ছয় মাসের সাময়িক বহিষ্কার করা হয়।
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান। এছাড়া কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চৌধুরী রাফসান সামি। এদিকে অভিযোগ তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহবায়ক করা হয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন এবং সদস্য সচিব বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান। বাকী দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, মাদকের সাথে সম্পৃক্ততায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে (বুধবার) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া চার শিক্ষার্থীর রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এদিকে গত ২৩ এপ্রিল রাত একটার দিকে মাদক সেবন করে হলের নিচতলায় ও ১০৬ নাম্বার রুমে লাথি দেওয়া এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে অস্বাভাবিক আচরণ করার অভিযোগ উঠে হল থেকে বহিষ্কার হওয়া চৌধুরী রাফসাস সামির বিরুদ্ধে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com