মানবিকতার সাথে সেবার প্রত্যয় জারা ডায়াগনস্টিক সেন্টারের 

স্টাফ রিপোর্টার। 
অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিকতার সাথে সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো জারা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার বিকেলে দেবিদ্বারের এগার গ্রাম বাজারে উদ্বোধন হলো প্রতিষ্ঠানটির। এসময় অভিজ্ঞ বিশেষজ্ঞ ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান অতিথি মন্ডলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বড় শালঘর এবিএম গোলাম মোস্তফা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ডা. মাজহারুল হক মামুন। আরো উপস্থিত ছিলেন ইউছুফপুর ইউপি যুবলীগের সাবেক সভাপতি মো শফিকুল ইসলাম,
এগার গ্রাম বাজার সাধারণ সম্পাদক শেখ মো মাকসুদুর রহমান, বীর মুকিযোদ্ধা হান্নান সরকার, ইউছুফপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবু কাউছার, হাফসা ওভারসীসের স্বত্ত্বাধিকারী মো হেলাল উদ্দিন সরকার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী নারায়ণ শুল্কদাস, ইউসুফপুর ইউনিয়ন আদর্শ সমাজকল্যাণ পরিষদ সভাপতি মাওলানা মাসকুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম শাহিন, ডা. আল আমিন সরকার, সাবেক মেম্বার শেখ মো ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো সেলিম, বড় শালঘর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন হালদারসহ অন্যান্য অতিথি মন্ডলী।
প্রধান অতিথি এড. মাজহারুল হক মামুন বলেন, ‘অত্যন্ত অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে জারা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু করেছে। যার ফলে স্থানীয় মানুষের আর উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। আশা করি মানসম্মত চিকিৎসা সেবা দিবে প্রতিষ্ঠানটি’।