অফিস রিপোর্ট
কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে নগরীর নিউমার্কেটের একটি হল রুমে সাংবাদিক সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। নগরীর উত্তর চর্থা এলাকার শাখাওয়াত আলী সুজার বাদী হয়ে পূর্ব বিরোধের জেরে তার বাবা শওকত আলী বকুলকে মারধরসহ চুরি ও হুমকি প্রদর্শনের একটি মামলায় ঘটনার হুকুমদাতা উল্লেখ করে তাকে আসামি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি শওকত আলী বকুলের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ মামলায় তাকে ষড়যন্ত্রের মাধ্যমে আসামি করা হয়েছে উল্লেখ করেন।
এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়রানির হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন। এসময় হাজী আনোয়ারুল হক, মুজাহিদ চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মঞ্জুরুল আলম রুবেল, আসিফ মাহমুদ জহিরসহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ২৭ ফেব্রুয়ারি রাতে নগরীর উত্তর চর্থা এলাকার বাসিন্দা নিউমার্কেট দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি শওকত আলী বকুলের উপর হামলার ঘটনায় তার ছেলে শাখাওয়াত আলী সুজার বাদী হয়ে যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপুকে হুকুমের আসামি করে পরদিন একই এলাকার মহিউদ্দিন হোসেন, পাভেল মিয়া, বাবুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com