প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২, ৮:১১ অপরাহ্ণ
মায়েদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালো শিশুরা
প্রতিনিধি।
পাওয়া না-পাওয়া, বেদনা ও সুখের শেষে উঁকি দিয়েছে ইংরেজি নতুন বছর। নতুন বছরটি যেন ভাল কাটে সেই প্রত্যাশায় মায়েদের ফুল দিয়ে বরণ করেছে একদল শিশু শিক্ষার্থী। শনিবার দেবিদ্বারের মুগসাইর লাইফ মডেল কিন্ডার গার্টেনের মাঠে মায়ের হাতে স্বতেজ ফুল তুলে দেয় শিশুরা। ব্যতিক্রমী এই আয়োজনটি উদ্যোগ নিয়েছে মুগসাইর লাইফ মডেল কিন্ডার গার্টেন স্কুলটির কর্তৃপক্ষ।
আয়োজকরা বলছেন, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার বিকাশে এই উদ্যোগ। পরোক্ষভাবে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করবে শিশুদের মাঝে।
মুগসাইর লাইফ মডেল কিন্ডার গার্টেনের শিশু শিক্ষার্থী নাবিল সরকার বলেন, 'আজকে আম্মুকে ফুল দিয়েছি৷ আম্মু খুশি হয়েছে। আমার খুব ভাল লাগছে '।
শিক্ষার্থীর অভিভাবক সুমি আক্তার বলেন, 'আমাদের সন্তানরা ফুল দিয়ে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে৷ এমন আয়োজন দেখে সত্যিই অবাক হয়েছি। শিশুদের এমন কাজে যুক্ত করায় তাদের নৈতিক শিক্ষায় প্রভাব পড়বে'।
মুগসাইর লাইফ মডেল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব) বলেন, 'শিশুরা যেন নৈতিক শিক্ষা থেকে বিচ্যুত না হয়, সেই দিকটি লক্ষ্য রেখে আমাদের এমন আয়োজন। শিশুরা যেন বড় হয়ে অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকে, সেই শিক্ষা গুলো আমরা দিচ্ছি'।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com