মা তোমাকে হাজারো পাপড়ি গুনা ভালোবাসা
জান্নাতুল ফেরদৌসী।
কেউ বলে অকর্মের ঢেঁকি, কোন কাজের না এই মেয়েটা। আবার কেউ বলে এই মেয়েটা তো দেখছি অলরাউন্ডার।
কেউ আবার বলে বাপের বড় মেয়ে সিধা, হাবলা টাইপ।আবার কেউ বলে ভারী বুদ্ধিমতী।
কেউ বলে পড়াশোনা করে কি লাভ মেয়ে মানুষ কোন কাজে আসবে না।আবার কেউ বলে লেগে থাকো নারীরাও আজকাল বিশ্বজয় করে!!
কেউ বলে এতো বোকা হলে চলে না আজকের দিনে।একটু মর্ডান হওয়া চাই।আবার কেউ বলে মেয়েটা ভারী সুলক্ষণা।
হ্যাঁ মেয়েরা মেকাব করে, যা করার ক্ষমতা তারা রাখে।
কী ভাবছেন? মেকআপ মানে আটা ময়দা সুজি মেখে মাখন হয়ে যাওয়া!!ঠিক তা নয়।
একটা মেয়ে তার বিয়ের আগে বাবা বকেছে কান্না করা যাবে না কারণ সে মেয়ে। এখানে তাকে মেকআপ করা লাগে। কান্না মুখে হাসির মেকআপ।
ভাইয়ের কাছে প্রিয় বস্তুটি আবদার করেছে তা পায় নি। সেখানেও তাকে মেকআপ করতে হয় এই বলে এখন দেয় নি কি হয়েছে পরে দিবে।
যেখানে তার নারীর টান, জন্ম স্থান ছেড়ে তাকে অন্যত্র বসত গড়ার মেকআপ করা লাগে।
নিজের চাহিদা গুলো পূরণ না করে সন্তানদের চাহিদা পূরণে মেকআপ করতে হয়।
অবহেলায় বড় হয়েছে কিন্তু তাকে সুখে থাকার মেকআপ করতে হয়।
আর হ্যাঁ এমন করেই একদিন সেই অর্মের ঢেঁকি, অলরাউন্ডার, হাবাগোবা মেয়েটাই মা হয়ে উঠে।আর প্রতিটি মূহুর্তে তার সুখকে বিসর্জন দিয়ে মা হওয়ার মেকআপ করেই চলছে!
আমার কাছে মা দিবস বলে কিচ্ছুটি নেই।মায়ের সাথে কাটানো প্রতিটি সুখ-লিপ্সা মূহুর্তই আমার মা দিবস।মাকে জানই হাজারো ফুলের পাপড়ি গুনা ভালোবাসা। ভালো থেকো পৃথিবীর মায়েরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com