উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন, ছাত্র প্রতিনিধি মোঃ মামুন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী কবির হোসেন। এসময় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com