মুগসাইরে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

মোহাম্মদ শরীফ
হিজবুর রাসুল (সঃ) মুগসাইর শাখার উদ্যোগে দেবিদ্বারে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। মিলাদ-মাহফিল ও র্যালির মাধ্যমে ধর্মপ্রান মুসল্লিরা দিনটিকে স্মরণ করেছে। বুধবার সকালে মুগসাইর নুরে মদিনা জামে মসজিদ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। ‘আহলান সাহলান-মারহাবা মারহাবা, বিশ্বনবীর আগমন-শুভেচ্ছা স্বাগতম’ এর মতো শ্লোগানে মিছিলটি মুগসাইর পশ্চিম পোমকাড়া, সুবিল ঘুরে শেষ। শেষে দেশ-জাতী ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। হিজবুর রাসুল (সঃ) আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন এগার গ্রাম প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও সংগঠনের সভাপতি আবদুল মতিন মাষ্টার, সহ-সভাপতি জসিম উদ্দিন পুলিশ, হাজী মুখলেসুর রহমান, আরব আলী, শামসু মিয়া, মো রুহুল আমিন, হাফেজ মমিনুল ইসলাম, মাওলানা মান্নান আল-আবেদী, মো মামুন সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্যাশিয়ার শফিকুল ইসলাম দুলু সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। আলোচনা সভায় সভাপতি আবদুল মতিন মাষ্টার বলেন, ‘বিশ্বনবীর আগমনের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমাদের প্রিয় নবীর আদর্শ মেনে যেন জীবন পরিচালনা করতে পারি এই প্রার্থনা করি’।
মুগসাইর লাইফ মডেল স্কুলের সাবেক প্রতিষ্ঠা প্রধান শিক্ষক ও সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না। সেই প্রিয় নবীর দুনিয়ায় আগমনের দিনে বিশ্বশান্তি কামনা করছি। যেন প্রিয় নবীর আদর্শ পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে’।
মিছিল শেষে দোয়া পরিচালনা করেন মুগসাইর নুরে মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো মমিনুল ইসলাম মমিন।