অফিস রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগর থানায় কর্তব্যরত অবস্থায় মোকাদ্দেস হোসেন নামের এক পরিদর্শকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মোকাদ্দেস হোসেন (৪৯) মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
মুরাদনগর থানা সূত্র জানায়, শুক্রবার সকালে মুকাদ্দেস হোসেন বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে কুমিল্লা প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাকে
ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে
তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তারা।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানিয়েছেন, মোকাদ্দেস হোসেন এই থানায় এসেছেন মাত্র দেড় মাস হয়েছে। আগে কোন শারীরিক জটিলতার কথা শুনিনি। এভাবে চলে যাবেন ভাবতেও পারিনি। এই দেড় মাসে নিজেকে একজন বিচক্ষণ পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়েছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com