আমোদ প্রতিনিধি।।
ধান কাটতে গিয়ে ঝুলে থাকা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। কুমিল্লা মুরাদনগর উপজেলার গুঞ্জরপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৯ টায় লাশের সুরতহাল হয়েছে। নিহত কৃষক জীবন মিয়া ওই এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান৷ নিহত জীবন মিয়ার ৪ মেয়ে ১ ছেলে।
স্থানীয়রা জানান, জীবন মিয়া একজন বর্গাচাষী। মঙ্গলবার বিকেলে তিনি জমিতে ধান কাটতে যান। তার জমির চার থেকে পাঁচফুট উপরে ঝুলে ছিলো পল্লী বিদ্যুতের তার। ধান কাটার সময় ঝুলে থাকা তারের নীচ দিয়ে আসার সময় তার জীবন মিয়ার পিঠে স্পর্শ করলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আরো জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কৃষক জীবন মিয়া মারা যান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম একে এম আজাদ জানান, আমরা তদন্ত করবো। এখানে পল্লী বিদ্যুৎ লাইনের সংস্কার না করার জন্য অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী দায়ী। তদন্তে যে বা যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, রাত ৯ টায় লাশের সুরতহাল হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com