বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার ১৯৬৯ সালের ২৭ শে জুলাই ঢাকা থেকে সড়ক পথে সিলেট যাওয়ার পথে চান্দিনা, ময়নামতি , দেবিদ্বার এর জাফরগঞ্জ ,মুরাদনগর কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কুটি, সায়েদাবাদ, সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর প্রভৃতি এলাকায় তার সম্মানে সুন্দর সুন্দর তোরণ নির্মাণ করা হয় এবং এসব এলাকায় আয়োজিত পথসভায় তিনি আওয়ামী লীগের কর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের ৭ এপ্রিল শনিবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় কুমিল্লার গৌরীপুর, চান্দিনা ,ময়নামতি, কংশনগর ,জাফরগঞ্জ, দেবিদ্বার, মুরাদনগর ,কোম্পানীগঞ্জ প্রভৃতি স্থানে আয়োজিত পথসভায় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন ।তিনি প্রতি ঘরে ঘরে আওয়ামী লীগের ৬ দফা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সূত্র: সমকালে শেখ মুজিবুর রহমান// ডক্টর জয়নাল হোসেন
১৯৭০ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখে এবং উপকূলীয় দুর্গত এলাকায় ১৯৭১ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখে অনুষ্ঠিতব্য পাকিস্তানের যথাক্রমে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের আগে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে মুরাদনগর ডি আর হাই স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তৃতা করেন।
মুরাদনগর হোমনা আসনে প্রার্থী হাজী আবুল হাসেম ( চাপিতলা ) মুরাদনগর আসনের এমপি প্রার্থী মোঃ হাশেম ( মোচাগড়া ) ও হোমনা আসনে এমপিএ প্রার্থী মুজাফফর আলী ছাড়াও উক্ত বিশাল জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
লেখকঃ মমিনুল ইসলাম মোল্লা, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com