অফিস রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে স্টাইকিং ফোর্সের গাড়ি ভাঙচুর করা হয়েছে। উপজেলার পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এই ঘটনা ঘটে। সোমবার ইউপি নির্বাচন চলাকালে স্থানীয় দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তারা কেন্দ্রে দাঁড়িয়ে থাকা স্টাইকিং ফোর্সের গাড়ি ভাঙচুর করে। পুলিশ তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নির্বাচনী সহিংসতায় মোটরসাইকেল ভাংচুর, মালামাল লুটপাট , বাড়িঘরে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত। তাদের মধ্যে গুরুতর আহত ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com