মমিন মোল্লা, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে ৪২তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ ২১ জন ডাক্তারকে বরণ করলেন অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান। রোববার (৭ নভেম্বর) নিজ কার্যালয়ে ডাক্তারদের ফুল দিয়ে বরণ করেন ওসি।
ডাক্তাররা হলেন, সদর ইউনিয়নের আলীরচর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, ছালিয়াকান্দি ইউপির আমপাল গ্রামের আবুল হোসেনের ছেলে তানজিম হোসেন, জাহাপুর ইউপির শুশুন্ডা গ্রামের বশিরুল ইসলাম মোল্লার ছেলে শাহিনুর ইসলাম,বল্লভদি গ্রামের আক্তারুজ্জামান চৌধুরীর ছেলে হাসিব চৌধুরী, সাতমোড়া গ্রামের মতিন মিয়ার ছেলে ইব্রাহীম হোসেন, পায়ব গ্রামের কনু মিয়ার মেয়ে শারমিন আক্তার, পাহাড়পুর ইউপির উতরাইন গ্রামের এমএ কাশেমের ছেলে মো. শাহরিয়ার ইনাম খান পাপ্পু, পাহাড়পুর গ্রামের মৃত হুমায়ন কবির সিকদারের ছেলে ইসতিয়াক আহমেদ সিকদার সাগর, ধামঘর ইউপির খুরুইল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. সাজ্জাদ হোসেন, যাত্রাপুর গ্রামের কৃষ্ণ দেবনাথের ছেলে হরি নারায়ন দেবনাথ, ছালিয়াকান্দি ইউপির নেয়ামত কান্দি গ্রামের কেএম মিজানুর রহমানের মেয়ে মারুফা তাসকিন, কাজিয়াতল ইউপির পালাসুতা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম প্রমুখ।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, মুরাদনগরবাসীর গৌরব যে, এই উপজেলা থেকে এবারের ৪২তম বিসিএস পরিক্ষায় ২১ জন উত্তির্ণ হয়েছে। সবাই সবাইকে চিনতো না। আজকের ফুলের শুভেচ্ছার মাধ্যমে সবাই সবার সঙ্গে পরিচিত হলো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com