 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২০, ২:২৬ অপরাহ্ণ
 মেঘবালিকা ….নিগার সুলতানা  
  
    
    
    
উড়ি উড়ি যায়
ভেসে ভেসে যায়
মেঘবালিকা হায়
মেঘের সাথে ধায়।
মেঘকুমারী তুমি
সবার প্রিয় জানি
ঝরিয়ে দাও তুমি
অমৃতের পানি।
বাজ হলো তোমার
চোখের চাহনি
বজ্রে নাচে তোমার
ভুরুর খঞ্জনী ।
ও মেয়ে, মেঘের কন্যা
যতই করো কান্না
এভাবে চলে যেওনা
আরেকটু তুমি থাকো না।
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com