হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লা মেডিকেল দাওয়াহ সোসাইটির (কুমেক) এর উদ্যোগে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ জামে মসজিদে কুমেকের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে এ গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডা. সাইদুর রহমানের সঞ্চালনায় এবং ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্বে বক্তব্য রেখেছেন ন্যাশনাল ডক্টর ফোরামের সভাপতি ডা. জহির উদ্দীন মোহাম্মদ বাবর, ডা.গিয়াস উদ্দীন, ডা.জুয়েল রানা, ডা. জাবেদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম।
ইফতার মাহফিলের কুরআন ও হাদিসের আলোকে রোজা সম্পর্কে আলোচনা, দোয়া ও মোনাজাত করেন ইবনে তাইমিয়া স্কুল ও কলেজের লেকচারার মাওলানা তাজুল ইসলাম মজুমদার।
নারী শিক্ষার্থীদের হোস্টেল ডাইনিংয়ে আলাদা ইফতারের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে কুমিল্লা মেডিকেল কলেজে প্রথম ইসলামিক সেমিনার আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে কুমিল্লা মেডিকেল কলেজ দাওয়াহ সোসাইটি। শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধের চর্চা বৃদ্ধিতে উক্ত সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কুমেক ক্যাম্পাসে দাওয়াতি ব্যানার লাগানো, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ মিছিল, শিক্ষার্থীদের মাঝে বই ও রমাদান প্ল্যানার বিলিসহ নানাভাবে কাজ করে যাচ্ছে। মেডিকেল দাওয়াহ সোসাইটি, কুমেক একটি অরাজনৈতিক সংগঠন। যা কুমেক এর কিছু স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com