প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের কারণে ৮টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান। ৮ টি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লার ঔষধ তত্ত্বাবধায়ক মো: শাহজালাল ভূইয়া এই তথ্য জানান।
শাহজালাল ভূইয়া জানান, অভিযানে ঔষধ প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে তিনি অভিযোগ দায়ের করেন। বিক্রয় নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ের অপরাধের ৮ টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এসময় আনুমানিক ৫০ হাজার টাকার বিক্রয় ও সংরক্ষণ নিষিদ্ধ ঔষধ ধ্বংস করা হয়। এছাড়া ফার্মেসি মালিকদেরকে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করা ও সঠিক তাপমাত্রায় ঔষধের সংরক্ষণে পরামর্শ দেয়া হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com