মোগলটুলি-চৌধুরীপাড়ায় ভোটের আমেজ

 

 

 

আবু সুফিয়ান রাসেল।।
নগরীর ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনের প্রতীক ঘোষণা করা হয়েছে। মোগলটুলি, গাংচর, পুরাতন চৌধুরীপাড়ায় চলছে ভোটের আমোজ। দিনে মাইকিং, সন্ধ্যায় মিছিল। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দরজায়। ওয়ার্ডের সড়ক আর মোড়েমোড়ে শোভা পেয়েছে স্টিকার, পোস্টার আর ব্যানার। তিন প্রার্থীর সবাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। দোসরা নভেম্বর হবে ৫নং ওয়ার্ডে ব্যালট যুদ্ধ।

 

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রমতে, ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে তিনজনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করে প্রতীক দেওয়া হয়েছে। সৈয়দ রায়হান আহমেদ ট্রাক্টর, আনোয়ার হোসেন মিঠু মিষ্টি কুমড়ো আর
ইয়াছিন ভূঁইয়া ইকবাল ঘুড়ি প্রতীক পেয়েছেন।

 

 

নির্বাচনে অংশ নিবেন ৫ নং ওয়ার্ডের সদ্য প্রয়াত কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটুর ছেলে সৈয়দ রায়হান আহমেদ। রায়হান জানান, স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করি। আব্বার হাতে আমার রাজনীতির হাতেখড়ি। আব্বার কাজে ধারা অব্যাহত রাখতে চাই। উন্নয়ন ও নাগরিক সুবিধা আরো বৃদ্ধি করতে চাই।

এছাড়াও শাহসুজা মসজিদ এলাকার মো. আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন মিঠু মিষ্টি কুমড়ো প্রতীকে বিজয়ের আশা প্রকাশ করেছেন। গাংচর এলাকার ফয়েজ ভূঁইয়ার ছেলে ইয়াছিন ভূঁইয়া ইকবাল ঘুড়ি প্রতীকে লড়াই করে জয়ী হবেন বলে শতভাগ আশা নিয়ে বুকে বেঁধেছেন।

 

এ ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুকী তাপস বলেন, তিন প্রার্থীর সবাই অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছেন। এ নির্বাচনকে কেন্দ্র করে মোগলটুলি এলাকায় আওয়ামী লীগে একাধিক রাজনৈতিক গ্রুপ তৈরি হয়েছে। এখন পর্যন্ত গ্রুপ গুলো শান্তিপূর্ণ ভাবে কাজ করছে। যদি প্রশাসন আইনশৃংখলা বাহিনী নির্বাচনে পরিবেশ রাখতে পারে, মানুষ কেন্দ্রে যাবে, ভোটাধিকার প্রয়োগের জন্য।

 

 

কুমিল্লা জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ভোট অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। ৫নং ওয়ার্ডে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক দেওয়ার সাথে সাথে প্রার্থীদের আচরণবিধি বিষয়ে একটি লিখিত নীতিমালা দেওয়া হয়েছে। যদি কোন প্রার্থী নিয়মবহির্ভূত কোন কাজ করেন। অর্থদণ্ড বা প্রার্থিতা বাতিল বা উভয় দণ্ড হতে পারে।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ইন্তেকাল করেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু। তার মৃত্যুতে
ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।