আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর নামে প্রতিষ্ঠিত মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুমিল্লা টাউনহলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংসদের সভাপতি ডা. গোলাম শাহজাহান। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মহিউদ্দিন মোল্লা। সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা আবু হানিফ মজুমদার কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান। ধন্যবাদ বক্তব্য রাখেন সহ-সভাপতি খায়রুল আহসান মানিক।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, শাহ মোহাম্মদ আলমগীর খান, বদরুল হুদা জেনু, সদস্য আলী আকবর মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব, মাহাবুব আলম বাবু, নতুন সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন আবদুর রহমান।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, মোহাম্মদ ফজলে রাব্বী শুধু কুমিল্লার নন, গোটা দেশের আঞ্চলিক সাংবাদিকতার বাতিঘর। তিনি নির্লোভ মানুষ ছিলেন। সাংবাদিকতার মত মহান পেশাটিকে কখনও কলঙ্কিত করেননি। সংকীর্ণতাকে মনে স্থান দেননি। নতুনদের আপন মনে গ্রহণ করেছেন, এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য মোহাম্মদ ফজলে রাব্বী একজন আদর্শ ও অনুকরণীয় ব্যক্তি।
সভায় প্রয়াত মোহাম্মদ ফজলে রাব্বী, তাঁর সহধর্মিণী আমোদ উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বী,তার ছোট বোন কামরুননাহার চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি কবি ফখরুল হুদা হেলাল ও সদস্য ফরিদ উদ্দিন সিদ্দিকীর বিদেহী আত্মার কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, সাপ্তাহিক আমোদ ১৯৫৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০২সালে কুমিল্লার সুধীজন মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ প্রতিষ্ঠা করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com