প্রতিনিধি।।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কুমিল্লার আয়োজনে উপপরিচালকের প্রশিক্ষণ হলে বৃহস্পতিবার জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রতি বছর বিদেশ থেকে বীজ আমদানি করার ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। আমরা নিজেরাই বীজ উৎপাদনের ক্ষেত্রে যত্নবান হলে দেশের আত্মসামাজিক উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। সে সাথে দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন ফসলের বীজ রপ্তানি করা সম্ভব হবে।
ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদের সভাপতিত্বে ডিএই কুমিল্লা জেলার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সিরাজউদ্দিন হোসেন সভা পরিচালনা করেন। এসময় বক্তব্য রাখেন, হর্টিকালচার সেন্টার কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, কুমিল্লা জেলার বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ এহতেসাম রাসুলে হায়দার। সভায় আসন্ন মৌসুমে কাঙ্খিত ফসল উৎপাদনের উদ্দেশে কৃষির অগ্রগতি সম্পর্কে এবং ফসলের নতুন জাত, আধুনিক চাষ পদ্ধতি, কৃষি যান্ত্রিকীকরণ, পরিচর্যা, ফসল সংগ্রহের সঠিক সময় ও সঠিত পদ্ধতিতে ফসল সংরক্ষণ বাস্তবায়ন করার বিষয়টি আলোচনা করা হয়েছে। বিশেষভাবে পরিবেশের ক্ষতি না করে এবং মাটির স্বাস্থ্য বজায় রেখে, জৈব সার ব্যবহার করে, জৈবিক পদ্ধতিতে ফসল উপাদনের জন্য কৃষকদের সুপরার্শ প্রদানের জন্য গুরুত্ব আরোপ করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com