‘ভোটের দরকার হলে হিন্দুদের উপর হামলা হতো না’

inside post
বিএনপির প্রতিনিধি কুমিল্লায় হামলায় আহতদের খোঁজ খবর নেন
 প্রতিনিধি।
কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ভোটের দরকার হলে হিন্দুদের উপর হামলা হতো না। যার নির্দেশে হামলা হলো তিনি কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন?  তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ননি। তাই আপনাদের প্রয়োজন তাদের কাছে নেই। তবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না।  আমাদের কাছে সবাই সমান । আমরা চাই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক। সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক।
কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের  ধাওয়া ও মারধরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন।
শনিবার বিএনপির প্রতিনিধি দল কুমিল্লা রানীরবাজার হয়ে ঠাকুরপাড়া কালিমন্দিরে যান। সেখানে হামলায় আহতদের সাথে দেখা করেন। তাদের খোঁজ খবর নেন।
প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস,কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
প্রসঙ্গতঃ সম্প্রতি মদমুক্ত পূজা,  মদ বাদ দিলে মন্ডপও কমবে এমন একটি বক্তব্য দিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। পরে এ ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ প্রতিবাদ সভা করলে সেখানে সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়।
আরো পড়ুন