প্রতিনিধি।।
কুমিল্লায যৌথ বাহিনীর আটকের পর তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
ওসি মহিনুল ইসলাম জানান, নিহত তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার ছয়জনের নাম উয়েখ করে একটি অভিযোগ দাখিল করেন। এছাড়া অজ্ঞাত আরও ২৫ জনের নামে অভিযোগ দাখিল করা হয়। বুধবার সেটিকে মামলা হিসেবে আমলে নেয়া হয়।
মামলায় যাদের নাম উয়েখ করা হয়েছে তারা হলেন,সদর উপজেলার পান্ডানগর এলাকার মো. সাইফুল ইসলাম, ইটাল্লা এলাকার তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খায়রুল হাসান মাহফুজ, সাইদুল ইসলাম সবুজ এবং বামইল এলাকার সোহেল।
মামলার এজাহারে তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার উয়েখ করেন, জমিজমার বিরোধের জেরে আসামিদের যোগসাজশে তৌহিদুলকে হত্যা করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে তৌহিদুলের পরিবারের সাথে দেখা করে ন্যায় বিচারের বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। সেনাবাহিনীর প্রতিশ্রুতিতে আশ্বস্ত বলেও জানায় তৌহিদুলের পরিবার।
উয়েখ্য, কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয়ে পাঁচথুবীর বাড়ি থেকে তুলে আনা তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে। আহত অবস্থায় ৩১ জানুয়ারি দুপুরে গোমতীর বেড়িবাঁধ থেকে উদ্ধার করে পুলিশ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় যৌথ বাহিনীর ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়া হয়। ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন ও তদন্তের দোষী সাব্যস্ত ব্যক্তিদের সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com