আমোদ প্রতিনিধি
কুমিল্লার হোমনায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় হোমনা থানায় মামলা হয়। হোমনা আদর্শ স্কুলের দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে। এতে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ১২ নেতাকর্মী আহত হয়েছেন। আহত অন্যরা হলেন- ওবাইদুল ইসলাম, সালাউদ্দিন, রাছেল মাহমুদ, মামুন, তানভীর, জনি, শাকিল, ফরিদ, বাপ্পি, লিটন ও শরীফ। তাদের মধ্যে ওবাইদুল ও সালাউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার হোমনা আদর্শ স্কুল মাঠে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাইনুল হোসেন খান নিখিল। এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীসহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে খন্দকার নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন কাউসার ব্যাপারী, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ আযম বিটু। সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে রাত সাড়ে ১০ টার দিকে নিখিলের গাড়িবহরে হামলা হয়। ভাঙচুর করা হয় দুটি গাড়ি।
কাউসার ব্যাপারী অভিযোগ করেন, সাধারণ সম্পাদক পদে পরাজিত শাহ আযম বিটুর সমর্থকরা এ হামলা চালায়। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান কাউসার।
এ ব্যাপারে জানতে শাহ আযম বিটুর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, হামলার ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com