আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণে মো.নাদিম হোসেন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে তাঁর পরিবার। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ইলিয়াছসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। বাদী নিহত নাদিমের পিতা ইদু মিয়া। রোববার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী এই তথ্য জানান।
সূত্র জানায়,গত শুক্রবার সকালে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের বাটপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে নাদিমকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে বাটপাড়া গ্রামের আবদুল মান্নানকে আটক করে। শনিবার রাতে দায়ের করা হত্যা মামলায় মান্নানকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com