প্রতিনিধি।।
কুমিল্লায় সৃজনশীলতার অনন্য সমাবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চিত্র কর্মশালা। শুক্রবার পুরো দিনজুড়ে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে শাহীন আর্ট সেন্টারের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রশীদ আমিন।
তিনি অংশগ্রহণকারী শিল্পীদের সারাদিনব্যাপী বিভিন্ন ধরণের চিত্রায়ণ কৌশল, সৃজনশীল প্রকাশভঙ্গি ও আধুনিক শিল্পভাবনা নিয়ে আলোচনা করেন।
অতিথি শিল্পী হিসেবে সারাদিন উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন।
তিনি শিশু শিল্পীদের চিত্রকর্মে নান্দনিকতার প্রয়োগ, রংচয়ন এবং প্রাকটিক্যাল ডেমো দিয়ে হাতে-কলমে শেখান।
বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কুমিল্লা মহানগরের যুগ্ম আহবায়ক কবি শহিদুল হক সোহেল।
শাহীন আর্ট সেন্টারের পরিচালক সজিব খন্দকার জানান, শিল্পচর্চার বিস্তার ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সামনের দিনগুলোতেও নিয়মিতভাবে এ ধরনের দিনব্যাপী কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।
পরে কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com